I am Maimuna Akter Rimk

আমি মাইমুনা আক্তার রিমকি।।রিমকি নামেই সাধারন্ত সবাই চেনে।।আর সেই চেনা থেকেই আসলে আমার উদ্যোগ এর নাম Rimki's Door রাখা হয়েছে।। আমি স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী। এছাড়াও বগুড়ার মেয়ে,বগুড়ার বউ।। আমার উদ্যোগ করোনাকালীন সময়ে রাতারাতি সিধান্তে নিলেও,পরিকল্পনা যেনো করতাম স্কুল জীবন থেকেই।।বান্ধবীরা মিলে যে কত বার ই প্লান করেছি কিছু একটা করার,যেনো নিজের পকেট খরচ টা চালাতে পারি ভেবে।।কিন্তু পড়াশুনা,মূলধন,পরিকল্পনার কমতি তে তখন হয়ে ওঠে নি আসলে। আমি হ্যান্ড পেইন্ট নিয়ে কাজ শুরু করেছি কোনো রকম ট্রেনিং ছাড়াই,সাহস টা পেয়েছি ছোট থেকেই হাতের আকা আকি বেশ ভালো ছিলো।চোখের দেখায় আয়ত্ত করে বেশ ভালোই আকাতাম। এছাড়া যদি বলি, জিন গত কারনেও হতে পারে।। কেননা জন্মের পর থেকে দেখে এসেছি আমার দাদি রিক্সা পেইন্ট করতেন বাসায় বসে অর্ডার নিয়ে নিয়ে।।আমার বাবা,আমার ছোট চাচা ও  নিজেদের কাজের পাশা পাশি দাদি কে বেশ হেল্প করতেন।। আমার বাবা ভালো পেইন্ট পারে,আর্টিস্টদের মত লিখতে পারে, তা সবাই জানে।তাই আসলে বলাই যায়,জিন গত কারনে একটু একটু আকা আকি পারি🥰🥰🥰 ২০২০ এ ৪ ই আগস্ট অনলাইন পেইজ খোলার মাধ্যমে আমার উদ্যোগ এর বাস্তবায়ন করেছি।আলহামদুলিল্লাহ। ছোট ছোট কাঠের গহনা দিয়ে শুরু করে ফেব্রিক এ কাজ করছি।।আলহামদুলিল্লাহ দেশের প্রায় সকল জেলায় আমার পন্য গিয়েছে,রিপিট কাস্টমার ও হয়েছে বেশ,সাথে অপরিচিত কিছু জনের সাথে অনেক ভালো সম্পর্ক গড়েছে এই উদ্যোগার মাধ্যমে৷  আমার কাছে হ্যান্ড পেইন্টেড কাঠ,মেটাল গহনা,শাড়ি পাঞ্জাবি,কাপল সেট,থ্রিপিছ,টুপিছ,কুরতি,বেবি ফ্রক,বিছানার চাদর,গায়ের চাদর সকল ধরনের পন্য আছে।। সাথে নতুন সংযোজন হিসেবে পাটের পন্য শোপিছ,ক্লে তৈরী গহনা,শোপিছ আছে।।🥰🥰 🌱এছাড়াও একা এক হাতে কাজ করে এক বছর না জেতেই লাখোপতি হয়েছি। 🌱বিভিন্ন সরকারি বেসরকারি ট্রেনিং এর সুজোগ পেয়েছি,এসএমই ফাউন্ডেশন থেকে শুরু করে ব্রাক ব্যাংক....  🌱২০২২ এ সবচেয়ে বড় প্রাপ্তি TMSS এর মাধ্যমে সরকার কর্তৃক নারী উদ্যোক্তা  উন্নয়নে ৫০,০০০ টাকা অফেরতযোগ্য অনূদান,আলহামদুলিল্লাহ 🥰 আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।।আমার উদ্যোগ ২বছরের ট্রেড লাইসেন্সধারী বৈধ উদ্যোগ।।আমার উদ্যোগ আমি আরো এগিয়ে নিতে চাই দিনে দিনে।।একটি ব্রান্ড গড়তে চাই ইনশাহ আল্লাহ🥰🥰 এখন অনলাইন আছে,কয়দিন পর ইনশাহ আল্লাহ আপনাদের দোয়ায় অফলাইন  প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করব।। দোয়া চাই সকলের।দেশীয় পন্য নিয়ে এগিয়ে যেতে চাই🥰🥰

Main Menu